নাদিয়া আফরীন এর আমি নারী বইয়ের মোড়ক উন্মোচন, জনতার আওয়াজ ডটকম

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি,

২২ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে বইমেলার মোড়ক মঞ্চে

বিশিষ্ট সমাজসেবক ও নারী উদ্যোক্তা নয়লি’র কর্নধর নাদিয়া আফরীন এর আমি নারী বইটি মোড়ক উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, নির্বাণ প্রকাশনীর তুহিন,কবি শামীমা খান নীলা,কবি প্রোরসপারিনা সরকারসহ প্রমুখ।
কবি নাদিয়া আফরীন বলেন,নারীরা পিছিয়ে নেই, সকল বাঁধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাচ্ছে, কোথায় নেই নারী,দেশের প্রধানমন্ত্রী, স্পীকার,সচিব,বিভাগীয় কমিশনার,ভিসি,ডিসি,এসপি থেকে শুরু করে ব্যাবসা বানিজ্য নারীরা আলোকিত করছেন।
নারী মা,নারী বোন,নারী স্ত্রী, নারী মানবিক, নারী বেগম রোকেয়া,নারী ফজিলাতুন্নেছা, নারী মাদার তেরেসা এবং আমি নারী। অনুষ্ঠান শেষে কবি নাদিয়া আফরীন উপস্থিত অতিথিদের মাঝে শুভেচ্ছা গিফট প্রদান করেন এবং ফুলের শুভেচ্ছা দেন।

https://www.jonotarawaz.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2Y44VHd1cqwsLAf87U7cJZXQ9frbRxupA9sPxjNtXE9f7GEJ-VQLqW8Hc_aem_AWI2riadvSOsL1PwoVOnRzZLrFNw4hv8CRSgzIrtWbJMJLhZt1wjub12gESYHu9QkbPQXfGb5oodb6AxCM_PGkFh